'আমি কামলা হিসেবে কাজ করতে চাই'
‘আমি কামলা হিসেবে কাজ করতে চাই। প্রয়োজনে ড্রেনে নেমে পানি পরিষ্কার করতে রাজি আছি। এই ঢাকা সবার ঢাকা। আমরা সবাই মিলে সমন্বিতভাবে কাজ করে বর্ষা আসার আগেই যেন জলাবদ্ধতা মুক্ত ঢাকা উপহার দিতে পারি। তবে এই সমস্যাটা একদিনের না তাই দিনে দিনে ঠিকও হবে না। আমরা চেষ্টা করছি, যতদ্রুত পারি সমস্যা সমাধান করে স্বস্তিদায়ক ঢাকা উপহার দেব।’